শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বৃষ্টির অজুহাতে বাড়ছে সবজির দাম

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
সিরাজগঞ্জের সলঙ্গায় বেড়েছে সব ধরনের সবজির দাম।এর প্রভাব পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর।বাজার করতে এসে সাধারন মানুষ হিমশিম খাচ্ছেন।অতি বৃষ্টিতে সবজির বাজার চড়া বলে দাবী বিক্রেতাদের।
বাজারে কমতি দামে কোন সবজি নেই।লাউও বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা।বেগুনের কেজি ৮০-৯০ টাকা। পেয়াজের দাম বরাবরই ১১০-১২০ টাকা।১০০ টাকার কাঁচামরিচ এক লাফে ২০০-২২০ টাকা।আলু কেজি প্রতি ৬০ টাকা।
 গতকাল ‘সোমবার দুপুরে ( ৩০ সেপ্টেম্বর) সলঙ্গা থানাসদর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে,আদা,রশুন,করলা,পোটল, কাঁচা পেঁপে,শসা,গাজর, ফুলকপি,মিষ্টি কুমড়া,বরবটিসহ সব ধরনের শাক-সবজির সরবরাহ থাকলেও দাম চড়া।সলঙ্গা বাজারেই ছাড়াও থানার ৬টি ইউনিয়নের উল্লেখযোগ্য হাট-বাজারগুলোর অবস্থা একই।
বিক্রেতারা বলছেন,অতিরিক্ত বৃষ্টির কারনে বাজারে সবজির সরবরাহ কম।তাই দাম একটু বেশি।সবজির পাশাপাশি স্বস্থি নেই নিত্যপণ্যের বাজারেও।
সলঙ্গা বাজারে কথা হয় জেসমিন নাহার নামে ‘আশা’ এনজিও এক চাকরিজীবির সঙ্গে।তিনি বলেন,বৃষ্টি,খরা,আন্দোলন-হরতাল বিভিন্ন অজুহাতে সলঙ্গা বাজারে  সারা বছরই জিনিসপত্রের দাম একটু বাড়তি দেখা যায়।
বেশ কয়েকজন ক্রেতা জানান, কাঁচামাল ব্যবসায়ীদের কারো দোকানে মুল্য তালিকার চার্ট ঝুলানো নাই।বাজার মনিটরিং নাই। ভোক্তা অধিকার বা উপজেলা প্রশাসনের সুষ্ঠ তদারকির অভাবে সলঙ্গা বাজার কাঁচামাল ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করে থাকেন।অন্যান্য এলাকার মত ভ্রাম্যমান অভিযানও চোখে পড়ে না।   তাই গরিব ও মধ্যবিত্তসহ সকল ক্রেতাসাধারনকে হিমশিমে পড়তে  হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।