এসো এসো সবে মিলে
লেখাপড়া করি,
সুন্দর মানুষ হতে
স্বদেশ গড়ি।
সত্য ও সুন্দর
মোদের এই প্রত্যয়,
দৃঢ়পণে চলি মোরা
হবে নাতো ব্যাত্যয়।
অন্যায়, অবিচারে
প্রতিরোধ গড়ে তুলি,
ভালোবেসে মিলেমিশে
সুন্দর দেশ গড়ি।
আঁধারের বুক চিরে
আলোকিত করি ধরা,
সুন্দর গড়তে এদেশ
এগিয়ে যাই মোরা।