বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি
বন্ধু – সুলতানা রাজিয়া
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
বন্ধু তুমি বন্ধু আমি
পড়ার সাথী আমার,
স্কুলেতে না গেলে
কোথায় পেতাম আর?
দিন শেষে পড়া হলে
মাঠে খেলি দুজন
তুমি আমার বন্ধু আবার
তুমিই আমার সুজন।
রাতটা শুধু বাসায় কাটে
সকাল হলেই স্কুল,
তোমার পাশে জায়গা রেখো
দেব তোমায় ফুল।