পাবনার ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানাকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (২২ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৌর শহরের পিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করেন। থানা সূত্রে জানায়, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে সশস্ত্র হামলা মামলার এজাহার নামীয় আসামি ছিলেন।
মঙ্গলবার , ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১লা শাবান, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা গ্রেফতার
প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪