পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর মূল হোতা ও কাউন্সিলর ইউসুফ প্রধানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত ইউসুফ প্রধান দীর্ঘদিন ধরে জনপ্রিয় কাউন্সিলের আড়ালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর মূল হোতা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন বলে জানান ওই এলাকার ভুক্তভোগীরা। সে শহরের মধ্য অরণখোলার মৃত আব্দুল আজিজের ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শহরের আলহাজ্ব মোড় এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি ইউসুফ প্রধান এর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে বলে জানান।
মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে সন্ত্রাসীদের মূল হোতা ও কাউন্সিলর ইউসুফ প্রধান আটক
প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪