মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর প্রতিনিধি:
অভয়নগর উপজেলার নওয়া পাড়া পৌর সভার ৪ নং ওয়ার্ড আমজাদ তরফদার-এর ভাড়াটিয়া বাড়ি থেকে রাসেল @ ফোরকান (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। সরেজমিনে গেলে একই বাড়ির ভারাটিয়া মোছাঃ লিলি বেগম জানায় গত ৬ আগষ্ট সন্ধা ৭ টার দিকে ফোরকানের কোন সাড়াশব্দ না পেয়ে তারা ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়ে ঘড়ের টিন কেটে ভিতরে প্রবেশ করে ফোরকানকে ঝুলন্ত অবস্হায় দেখতে পায়। পরে বিষয়টি অভয়নগর থানা পুলিশকে অবহিত করলে তৎখনাথ অভয়নগর থানা পুলিশ ঘটনা স্হল পরিদর্শন করে মৃত দেহ পোস্টমর্টেম এর উদেশ্যে থানায় নিয়ে যায়।
এ বিষয় বাড়ির মালিক আমজাদ তরফদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ভারাটিয়া মৃত ফোরকান সম্পর্কে কিছু জানিনা। সে কবে কখন ঐ বাড়ি ভারাটিয়া হিসাবে উঠেছে তাও সে জানে না। ঐ ভারাটিয়াকে একই বাড়ির ভাড়াটিয়া লিলি বেগম উঠিয়েছে বলে তিনি পরে জানতে পারেন বাড়ির মালিকের নিকট ফোরকানের ঠিকানা জানতে চাইলে জানান আমি জানিনা তবে তার বাড়ি বাগের হাট শুনিয়াছি। এ ব্যাপারে আভয়নগর থানা পুলিশ বলেন, এটা হত্যা না অত্নহত্যা সেটা খতিয়ে দেখা হচ্ছে।