পাবনার সাঁথিয়ায় এক অজ্ঞাত ব্যক্তির(৫৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে আতাইকুলা থানা পুলিশ। আতাইকুলা থানার ওসি মোঃ মিজানুর রহমান রহমান জানান, আজ বুধবার ভোরে চুলকাটাই ভায়নাপাড়া সড়কের ধান ক্ষেতের পাশে গলা কাটা লাশ দেখতে পেয়ে খবর দেন স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় এখানে নিয়ে এসে গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বকুল জানান, লোক মুখে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ দেখি। এলাকার কেউ চিনতে পারছে না।