মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোরে পুলিশের অভিযানে মহিলা চোর চক্রের ৪ সদস্য আটক করেছে,উদ্ধার করেছে একটি স্বর্ণের চেইন। যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর দিকনির্দেশনা যশোরকে মাদকমুক্ত করার সাথে চোর মুক্ত করার জন্য চাঁচড়া পুলিশ ফাঁড়ীর এসআই মোঃমফিজুর রহমান,এএসআই মোঃসোহাগ হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় বাসের মধ্যে হইতে স্বর্ণের চেইন চুরির আসামী
১।মোছাঃ রিনা খাতুন (৩৫) স্বামী-মোঃ শানু মিয়া, সাং-বাঘাসুরা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ,২।মোছাঃ জামিলা বেগম (৩২),স্বামী-মোঃ মুক্তাইল,৩। মোছাঃ শাফিয়া বেগম (৪০), স্বামী-আছিব আলী,সর্বসাং- ধরমন্ডল,সর্ব থানা- নাছির নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া,৪।মোছাঃ আকলিমা খাতুন (২২)স্বামী-মোঃ সেলিম,সাং-বাঘাসুরা, থানা-মাধবপুর,জেলা-হবিগঞ্জদের ০৬/০৮/২০২০ দুপুর অনুমান ১২:০০ ঘটিকার সময় চাঁচড়া চেকপোষ্টে মোড় হইতে গ্রেফতার করা হইয়াছে।
আসামীদের দখল হইতে চোরাই ০১টি স্বর্ণের চেইন (মুল্য অনুমান ৩৬,০০০/- টাকা )উদ্ধার করেছে যশোর পুলিশ। এই সংক্রান্তে যশোর কোতয়ালী মডেল থানার মামলা হয়েছে।মামলা নং-১৬,০৬/০৮/২০২০, ধারা-৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড মামলা রুজু করা হইয়াছে।