বৃহস্পতিবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বৈষম্য নিরসন ও সংস্কার দাবিতে পাবনা মেডিকেল টেকনোলজিস্ট ঐক্যজোটের আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
বৈষম্য নিরসন ও সংস্কার দাবিতে পাবনা বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ঐক্যজোটের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল ক্যাম্পাসে এ আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় শিমলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সাইন্টিফিক অফিসার ও ল্যাব ইনচার্জ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা আইডিয়াল ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজির পরিচালক মো. আবু দাউদ, পাবনা ল্যাব এইড ডায়াগনস্টিকের সাইন্টিফিক অফিসার ও ল্যাব ইনচার্জ রেজওয়ান হক, ইউনিক ডায়াগনস্টিকের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট একে ফজলুল হক, গাফফার ডায়াগনস্টিকের মো. আশরাফুল ইসলাম আরিফ ও কামরুল ইসলামসহ আরও অনেকে।
এসময় বক্তারা, রোগ নির্ণয়ে অগ্রণী ভূমিকা পালনকারী টেকনোলজিস্টদের বৈষম্য দূরীকরণ, স্বাস্থ্যখাতে একক পেশার কর্তৃত্ব নির্মূল, স্বাস্থ্য মাফিয়া ও মালিক পক্ষের সীমাহীন অনিয়ম, মেডিকেল টেকনোলজি পেশার উন্নয়ন, টেকনোলজিস্টদের বেতন কাঠামো নির্ধারণ, বেসরকারি চাকুরীর নীতিমালা প্রনয়ন, ৮ ঘন্টা ডিউটি, মাতৃত্বকালীন ছুটি, শিক্ষার্থীদের ইন্টার্নভাতা, টেকনোলজিস্টদের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা, ভূয়া টেকনোলজিস্ট নির্মূল ও মেডিকেল টেকনোলজিস্টদের সতন্ত্র অধিদপ্তর গঠন করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মেডিকেল টেকনোলজিস্ট মো. কামরুল হাসানকে ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।