পাবনার চাটমোহর উপজেলার চিনাভাতকুর এলাকায় গুমানি নদীর থেকে অবৈধ সোঁতি জালের বাঁধ অপসারণ করেছে চাটমোহর উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গুমানি নদীর উপরে অবৈধভাবে সোঁতিবাধ দিয়ে নির্বিচারে চলনবিল অঞ্চলের ছোট বড় মাছ ও জলজ প্রাণী শিকার করা হচ্ছে। এরকম একটি অভিযোগের ভিত্তিতে চাটমোহর মৎস্য অফিস ও থানা পুলিশ সহ গুমানি নদীতে অভিযান পরিচালনা করা হয়। নদীর ভেতরে অবস্থিত সোঁতিবাধ কেটে ফেলা হয়। এ সময় সোঁতিতে ব্যবহৃত বিশেষ ধরনের জাল আটক ও আটক কৃত জাল পুড়িয়ে ধ্বংস করার কথা বলেন প্রশাসন। ভ্রাম্যমান চলাকালিন সোঁতিবাধের মালিক বা কর্মচারি কাউকে পাওয়া যায়নি।
মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চাটমোহরে গুমানি নদী থেকে অবৈধ সোঁতী অপসারণ
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪