পাবনার ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপি নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল সহ জামায়াত নেতৃবৃন্দ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াত নেতৃবৃন্দ এদিন ঈশ্বরদী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কারামুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন জনির শহরের আমবাগানস্থ কার্যালয়ে এক আনুষ্ঠানিক পরিবেশে সাক্ষাৎ ও কুশালাদি বিনিময় করেন। এ সময় আনোয়ার হোসেন জনি কাউন্সিলর ছাড়াও উপস্থিত ছিলেন কারামুক্ত ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম আহমেদ, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, বিএনপি নেতা আজমল হোসেন ডাবলু কূশল বিনিময় করেন। এসময় পাবনা জেলা জামায়াতের তালিমুল কুরআন সেক্রেটারি ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, সমাজ কল্যান সেক্রেটারি হাফিজুর রহমান খান, পৌর আমির মাওলানা গোলাম আজম, সেক্রেটারি মাওলানা আল আমিনসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তালেব মন্ডল জামায়াত নেতৃবৃন্দদের নিয়ে বকুলের মোড়ে তুহিন ও লোকোসেড এলাকায় অন্যান্য কারামুক্ত বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে যান এবং সবাইকে ফুল দিয়ে বরন করে মিষ্টি মুখ করান। এর আগে জামায়াত নেতৃবৃন্দ এদিন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস এর বাসভবন সলিমপুর ইউনিয়ন বক্তারপুরে এবং সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক ভিপি ও বিএনপি নেতা নেফাউর রহমান রাজু’র সাহাপুরের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। জামায়াতের পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল এসময় বিএনপি নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আন্তরিকতার সাথে কুশল বিনিময় করেন। তাদের স্বাস্থ্যে ও পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন। জামায়াত সূত্র জানান, ঈশ্বরদীতে বিএনপির কারামুক্ত সকল নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক ভাবে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বলে জানান তিনি।
মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে বিএনপির কারামুক্ত নেতাকর্মীদের সঙ্গে জামায়াতের নেতাদের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪