বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চৌহালীতে গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

মোঃ ইমরুল হাসান শিকদার:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দুই কেজি গাঁজা ও একটি সবুজ প্রাইভেট কারসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে চৌহালী থানা পুলিশ। শুক্রবার রাতে চৌহালীর সদর উপজেলায় বেবীস্ট্যান মোড়ে চেকপোষ্টে গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস ও ( ওসি) তদন্ত হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে উপজেলার চর কুর্কি এলাকা থেকে তাদের আটক করা হয়। এই অভিযান পরিচালনা করেন, চৌহালী থানার চৌকস পুলিশ অফিসার, এস আই দুলাল, এ এস, আই উজ্জল ও সিরাজুল প্রমূখ।

 

আটককৃতরা হলেন, ২৪৯/৫ সম্মাট রিয়েলএষ্টের বছিলা রোড,মোহাম্মদপুর এলাকার মৃত্য আব্দুল মতিনের দুই ছেলে মো:জাহিদুর রহমান মামুন (৪২) ও মাসুদুর রহমান রাহুল(২৬) ৷ পুলিশ জানায়, শুক্রবার রাতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরকুর্কী বেবীস্ট্যান্ডে টহল পুলিশ একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ -১৫০০৫৯) গাড়িটি আটক করে। পরে পুলিশ তল্লাশি করে গাড়ির ভেতর থেকে ২কেজি গাঁজার প্যাকেট উদ্ধার করে। পুলিশের ধারনা আটককৃতরা ঢাকা থেকে গাঁজা নিয়ে চৌহালী আসছিল । এ ব্যাপারে চৌহালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের হয়েছে ৷

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।