বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি
ছোট্ট খুকী – সাদিয়া আক্তার
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
দূর আকাশের অচিন পাখি
হয়ে গেছে কবে,
খুকীর নাকি সাধ জেগেছে
খুঁজবে মাকে ভবে!
মন যে খুকীর যায় চলে যায়
ছোটবেলার পানে,
মা যে তাকে ঘুম পাড়াতো
মিষ্টি-মধুর গানে।
মা ছাড়া সে একলা এখন
কে রাখে তাঁর খোঁজ?
ছোট্ট খুকী বড় হয়ে
খুঁজে মাকে রোজ!