মঙ্গলবার , ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চাটমোহরে স্বামী স্ত্রীর হার্ট ছিদ্র! বাঁচতে চান কৃষক দম্পতি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

পাবনার চাটমোহর ছাইকোলা লাঙ্গলমোড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে শহিদুল ইসলাম (৪২) ও তার স্ত্রী জায়েদা খাতুন (৩৮) অর্থের অভাবে চিকিৎসাহীন কৃষক দম্পতি মৃত্যুর সাথে লড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের হার্টে ছিদ্র ধরা পড়েছে।

পেশাগত ভাবে শহিদুল একজন কৃষক ও স্ত্রী গৃহিনী। অসুস্থ দম্পতি জানান, নিজ বসতভিটায় ভাঙ্গাচোরা একটি মাত্র কুড়ে ঘরে বসবাস করেন তারা। তিন মেয়ে ও স্ত্রীসহ পাঁচ জনের সংসারের অনেক কষ্টে চলতে হয় তাদের। একমাত্র বসতভিটা ছাড়া কোন জমাজমিও নেই তাদের। এদিকে অসুস্থ হওয়ার পর তার কাজকর্ম করতে পারছে না তারা। গত প্রায় ৩ বছর হচ্ছে শহিদুল দম্পতি অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে ভুগছে।

অনেক কষ্টে ও এলাকার কিছু ব্যক্তির সহযোগীতায় প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোনমতে চিকিৎসা নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অর্থের অভাবে ঢাকায় চিকিৎসা দিতে পারছেন না তারা। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দুই দম্পতির।

চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা নীরিক্ষা শেষে জানাগেছে তাদের হার্ট ব্লক ও ছিদ্র হয়ে আছে। এজন্য তাকে দ্রুত অপারেশন করাতে হবে। এ অপারেশন করাতে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন যা যোগার করা অসহায় গরীব পরিবারের পক্ষে অসম্ভব। অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারা ও তাদের ঘরে তিনটি কন্যা সন্তানের চিন্তায় বুকফাটা কান্নায় মৃত্যুর সাথে লড়ছে অসুস্থ শহিদুল দম্পতি।

অসুস্থ কৃষক দম্পতি বলে, এই সুন্দর পৃথিবীতে আমাদের হয়তো বেঁচে থাকা সম্ভব হবে না, চলবে না আমাদের তিন মেয়ের লেখা পড়া ও জীবন যাত্রা। আমাদের পক্ষেও সম্ভব না এতো টাকা জোগার করা।

গরিব অসহায় অসুস্থ কৃষক দম্পতি বেঁচে থাকার জন্য দেশ বিদেশে সকলের সহযোগীতা কামনা করছেন। তাদের সাথে যোগাযোগ ও সাহায্যের জন্য ০১৭২১-৭৪৯১৭২ (নগদ পার্সোনাল একাউন্ট)।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।