শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ কর্মসূচিতে যুবদলের সহযোগীতা ও নিরাপত্তা প্রদান

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ আগস্ট, ২০২৪

পাবনায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মন্দির-বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। বেলা ১১টায় আব্দুল হামিদ রোডে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ কর্মসূচিতে যুবদলের পক্ষ থেকে সহযোগীতা ও নিরাপত্তা প্রদান করা হয়।

এ বিষয়ে যুবদল নেতা আব্দুর রায়হান বলেন, পুলিশ বাহিনী কর্ম বিরতিতে থাকায় দেশ নায়ক তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই এর নির্দেশে এবং পাবনা জেলা বিএনপির দিক নির্দেশনায় আজ পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ কর্মসূচিতে পাবনা জেলা যুবদলের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা প্রদান করা হয়।

তিনি আরও বলেন দেশের সম্পদ এবং সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পাবনা শহরের বিভিন্ন মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেটের সুরক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছে যুবদল-ছাত্রদল।

দৃর্বৃত্তরা দেশের বিভিন্ন সম্পদ ধ্বংস করেছে, বিভিন্ন উপাসনালয়, মন্দিরে আক্রমণ করেছে। তারা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। সেই সাথে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে ছাত্র-জনতার বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা তাদের চক্রান্ত কোনোভাবেই সফল হতে দিবো না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।