পাবনায় গত কয়েকদিন ধরেই রাস্তায় নেই ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। স্বেচ্ছায় দায়িত্ব পালনে নেমে পড়েন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের এ কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করে যুবদল নেতা আব্দুর রায়হান শিক্ষার্থীদের বিস্কুট ও খাবার পানির বোতল উপহার দেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে ছাত্র ছাত্রীরা যে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে এটা প্রশংসার দাবিদার। দেশ নায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই এর নির্দেশে এবং পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই এর অনুপ্রেরণায় আজ বাংলাদেশের বৈষম্য বিরোধী তরুণ ছাত্র সমাজের ভাই ও বোনদের মাঝে কিছু উপহার বিতরণ করলাম।
মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, যুবদল নেতা রায়হানের পানি-বিস্কুট উপহার
প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ আগস্ট, ২০২৪