রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রাঙামাটিতে উদ্ধোধন করা হলো কাক্সিখত পিসিআর ল্যাব

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

নির্মল বড়sয়া মিলন, রাঙামাটি ::

আজ ৬ জুলাই বৃহস্পতিবার বিকালে রাঙামাটি শহরে অবস্থিত জেনারেল হাসপাতাল সংলগ্ন রাঙামাটি মেডিকেল কলেজের অস্থায়ী কার্যালয়ের নীচ তলায় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙামাটি গণপূর্ত বিভাগ, রাঙামাটি মেডিকেল কলেজ ও জেলা সিভিল সার্জন অফিসের সার্বিক সহযোগিতায় স্থাপিত রাঙামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব উদ্ধোধন করা হয়েছে। কাক্সিখত পিসিআর ল্যাব উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ঢাকা এর নির্বাহী চেয়াম্যান (সচিব) পবন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার আলমগীর কবির, জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙামাটি মেডিকেল কলেজ প্রকল্পের উপ-পরিচালক ডা. নিহার রঞ্জন নন্দী, অতিরিক্তি জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর এবং জেলা করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল প্রমুখ।

তবে রাঙামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব উদ্ধোধন করা হলেও করোনা পরিক্ষার কার্যক্রম শুরু করতে আরো ২ সপ্তাহ সময় লাগবে বলে সিএইচটি মিডিয়াকে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। রাঙামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব উদ্বোধন শেষে রাঙামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবণ চৌধুরী (সচিব) রাঙামাটি জেলাবাসীর জন্য উপহার হিসেবে একটি অত্যাধুনিক এম্বুল্যান্স এর চাবি রাঙামাটি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জনের নিকট তুলে দেন।

এদিকে গত ৪ মাসে রাঙামাটিতে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ৬৭৭ জন। এদের মধ্যে ডাক্তার, নার্স, পুলিশ রয়েছেন অধিক সংখ্যক। রাঙামাটি সদরে ৪৫৪ জন, লংগদুতে-১৫ কাউখালী-৩০, বিলাইছড়ি-১৩, নানিয়ারচর-০৯ জুরাছড়ি-২৩, রাজস্থলী-১০, কাপ্তাই-১০৩,বাঘাইছড়ি ১৫, বরকল ০৫ জনসহ জেলার ১০ উপজেলায় করোনা আক্রান্ত ৬৭৭ জন তন্মধ্যে সুস্থ্য হয়েছেন ৫৬২জন। সরকারি হিসেবে মৃত্যুবরন করেছেন ১০ জন।
জেলায় মোট কোয়ারেন্টাইনে ৩৫৩৪ জন। হোম কোরেন্টাইনে ২২৯৩ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১২৪১ জন। এরমধ্যে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৩৫৩৪ জন। আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট (আরপিটিআই) চম্পকনগরে আইসোলেশনে রয়েছেন ১৬ জন।

৬ আগষ্ট বৃহষ্পতিবার পর্যন্ত ৩০৭২ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইন্সষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামের ফৌজদারহাটে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ২৯০৮ জনের ফলাফল অপেক্ষামান আছে ১৬৪ জনের। রাঙামাটি জেলা করোনা ফোকাল পারসন জেলা সিভিল সার্জন অফিসের ডা. মোস্তফা কামাল সিএইচটি মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যবরন করেছেন ৩৯ জন এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৫৪ জন। দেশের এ পর্যন্ত মৃত্যু বরণ করেছে ৩২৬৭ জন মোট আক্রান্ত ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন এবং সুস্থ হয়েছে ১লক্ষ ৪৩ হাজার ৮২৪ জন।
উল্লেখ্য, বৈশিক মহামারী করোনা ভাইরাসে এ পর্যন্ত ৬৯ জন ডাক্তার ও ১১ জন নার্স মৃত্যুবরন করেছে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ