কোটা বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৯আগস্ট) বিকালে ইসলামি আন্দোলন আটঘরিয়া উপজেলার শাখার আয়োজনে আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত কোটা বিরোধী
আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামি আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাও মো: মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামি আন্দোলন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মো: আরিফ বিল্লাহ।
বিশেষ অতিথি বক্তব্য দেন ইসলামি আন্দোলন পাবনা জেলা শাখার সহসভাপতি মাও,মো: আবু বক্কার সিদ্দিক, আটঘরিয়া উপজেলা শাখার সহসভাপতি কামাল সিকদার, আলহাজ্ব আবুল হাসেম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামি আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল আহমেদ। উক্ত অনুষ্ঠানে ইসলামি আন্দোলনের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।