শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গ্রেফতার বাণিজ্য করায় ভাঙ্গুড়ায় ওসিসহ ৮ পুলিশ কর্মকর্তা বদলি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
ছবি: পাবনার ভাঙ্গুড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হক।

দেশের চলমান অস্থির পরিস্থিতিতে পাবনার ভাঙ্গুড়ায় একযোগে ওসিসহ মোট ৮ পুলিশ কর্মকর্তা বদলি হয়েছেন। তবে কেন একসঙ্গে ৮ জন কর্মকর্তা বদলি করা হলো, তার সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক থানায় কর্মরত একাধিক সদস্য বলেন, স্থানীয় রাজনীতির সঙ্গে অতি সখ্য, অনিয়ম, ঘুস ও আটক বাণিজ্য ছাড়াও নানান অভিযোগই বদলির কারণ।

বদলি হওয়া ৮ কর্মকর্তা হলেন, ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হক, সহকারী উপ-পরিদর্শক আজাবুল ইসলাম, ডিএসবির উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আমির হামজা, সহকারী উপ-পরিদর্শক সায়েদুল ইসলাম, উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুল হাই মোত্তালেব ও উপ-পরিদর্শক আকরাম ইসলাম।

এদের মধ্যে ওসি নাজমুল হককে ডিআইজি রংপুর রেঞ্চের কার্যালয়ে ও বাকিদের সিলেট, বান্দরবান ও রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা পুলিশের সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, তিনি নিজেই বিষয়টি নিয়ে দ্বিধায় আছেন। পুলিশ হেডকোয়ার্টার থেকে এই সংক্রান্ত নথি আসায় তিনি বিষয়টি অবগত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।