পাবনার সুজানগরে তিন সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া যায় । এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধু বুধবার৷ (৩১ জুলাই) বাদী হয়ে নজরুল ইসলাম ওরফে নজু (৪০) ও স্থানীয় যুবলীগ নেতা মো.টিটু (৩০) নামে ২ব্যক্তিকে আসামী করে সুজানগর থানায় অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত নজরুল ইসলাম ওরফে নজু উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত গোলাম রব্বানী পক্কির ছেলে এবং অভিযুক্ত অপর ব্যক্তি একই গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে । পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাযায়, নজরুল ইসলাম ওরফে নজুর গরুর খামারে কাজ করতে যায় ওই গৃহবধু । এ সময় বাড়িতে নজরুল ইসলাম ওরফে নজুর স্ত্রী না থাকায় সে তার ঘরে নিয়ে গিয়ে গৃহবধুকে তিন মাস আগে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় স্থানীয় যুবলীগ নেতা টিটু দেখে ফেলায় ওই গৃহবধুকে ভয়ভীতি দেখিয়ে টিটুও গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। ভয়-ভীতি দেখিয়ে ৩ মাস ধরে শুরু হয় পালাক্রমে ধর্ষণ, সম্প্রীতি গত রবিবার ধর্ষিতা নিজে থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন অভিযোগ পেয়েছি , প্রাথমিক তদন্তে ঘটনা সত্যতা পাওয়ায় মামলা রুজ করা হয়েছে। এবং পাবনা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত ২ আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শীঘ্রই আসামিকে ধরতে সক্ষম হব।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি