শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে নাশকতা করতে পারেনি জামায়াত শিবির- এমপি গালিব

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুলাই, ২০২৪
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের সংসদ সদস্য এমপি গালিবুর রহমান শরিফ বলেছেন, দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের নামে দেশে জামায়াত শিবির ও বিএনপি সহিংসতা ও নাশকতা চালিয়েছে। গান পাউডার দিয়ে সরকারী সম্পদে আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু ঈশ্বরদীতে আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে মাঠে থাকায় জামায়াত ও শিবির কোন নাশকতা চালাতে পারেনি। এই জন্য দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধ থেকে আগামীতেও জামায়াত শিবির ও বিএনপি যেকোন ধরণের আন্দোলনকে প্রতিহত করার আহবান জানান এমপি গালিবুর রহমান শরীফ। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ রশিদুল্লাহর সভাপতিত্বে সাংগঠনিক বিষয়ে দলীয় কার্যালয়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। দুঃখ প্রকাশ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি গালিবুর রহমান শরীফ বলেন, অভিযান চালিয়ে সহিংসতা ও নাশকতার চেষ্টাকারী জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। আর তাদের থানা থেকে ছাড়িয়ে নিতে আওয়ামীলীগের কিছু নেতাকর্মী জোর তদরিব করছে। জামায়াত ও শিবিরের জন্য তদরিব করবেন না। দুই একজন নির্দোষ ব্যক্তি গ্রেফতার হলেও কোট থেকে জামিন নিয়ে আসবে তাতে কোন সমস্যা নেই। এমপি গালিবুর রহমান শরীফ আরও বলেন, ঈশ্বরদী উপজেলায় আওয়ামীলীগের মধ্যে সাংগঠনিক তীব্র সংকট সৃষ্টি হয়েছে। সাত বছরেও যুবলীগের কমিটি গঠন হয়নি। আওয়ামীলীগের কমিটির একই অবস্থা। এরমধ্যে সংসদ ও উপজেলা নির্বাচনকে ঘিরে স্থানীয়ভাবে দলীয় নেতাকর্মীদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। সহযোগি সংগঠনের নেতাকর্মীরা দলের সিনিয়র নেতাদের সঙ্গে ঔদ্বত্যপূর্ন আচরণ করছে। এটা খুবই দূঃখজনক ব্যাপার। কারণ আমার বাবা সাবেক ভূমিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা প্রয়াত শামসুর রহমান শরিফ ডিলু মৃত্যুর আগে ঈশ্বরদীতেই তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল। সেই সময় আওয়ামীলীগেরই এক ভাই আরেকভাইকে অস্ত্রের ঝনঝনা দেখিয়েছিলো। মারপিটের ঘটনাও ঘটেছে। এটা আর দেখতে চাই না। সময় এসেছে ভেদাভেদ ভুলে  ঐক্যবদ্ধভাবে জামায়াত শিবির  ও বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে উন্নয়নের রাজনীতিতে শরিক হই। এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু প্রমুখ। এদিকে থানা সুত্রে জানা যায়,  কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা ও নাশকতার অনুরুপ ঈশ্বরদীতেও বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে  ৩ টি মামলা দায়ের করা হয়েছে। তিন মামলায় নামীয় আসামী করা হয়েছে ২০জনকে। অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ২-৩শ জনকে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সহিংসতা ও নাশকতার চেষ্টায় ৩ টি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই ৩০জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।