শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাত-পা বেধে ডাকাতি গ্রেফতার ৮

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
পাবনার সাঁথিয়া উপজেলার গোপীনাথপুরে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি ১৫ লাখের মধ্যে ৬৯ হাজার টাকা, একটি মোবাইল, আসামিদের ব্যবহৃত আটটি মোবাইল, ডাকাতি কাজে ব্যবহৃত সেলাই রেঞ্জ ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান পাবনার পুলিশ সুপার মো. আ. আহাদ।
গ্রেফতারকৃতরা হলেন, সাঁথিয়ার গোপণাথপুরের শাকিল হোসেন (২৩) ও একই উপজেলার আফতাবনগর ছেচনিয়ার মো. আ. বাতেন (২৮) সহ আটজন। এছাড়া যাত্রাবাড়ি থানা পুলিশ এই ডাকাতির সাথে জড়িত নরসিংদী ও শরীয়তপুরের আরও তিনজনকে গ্রেফতার করেছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাতদলের সদস্য। তারা কয়েকজন ঢাকায় অবস্থান করে। তবে বিভিন্ন জেলায় এদের নেটওয়ার্ক রয়েছে। এর মাধ্যমে কার বাসায় নগদ টাকা আছে সেটি নিশ্চিত হয়। এরপর সংঘবদ্ধভাবে ডাকাতি করে। এদের অনেকের নামেই একাধিক ডাকাতি মামলা রয়েছে।
আ. আহাদ জানান, গত ১০ জুলাই রাত সাড়ে ৩টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার গোপীনাথপুরে আতিকুর রহমান জুয়েলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী জুয়েল ইউরো ফুটবল কাপের খেলা দেখে ঘুমানোর পর বাসায় ঢুকে তাকে ছুরিকাঘাত করে। এরপর রশি দিয়ে জুয়েল ও তার স্ত্রীকে বেধে নগদ ১৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। এঘটনায় জুয়েল বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করলে অনুসন্ধান শেষে পাবনা ও ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মুলহোতা শাকিল হোসেন (২৩) সহ আটজনকে গ্রেফতার করে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।