পাবনার ঈশ্বরদীতে আজ (১৩ জুলাই) শনিবার সমাজসেবক, সংগঠক, কবি, কলামিস্ট, সাহিত্যসেবী, সাংবাদিক ও প্রয়াত সাইদুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী। পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৯ সালের আজকের এইদিনে (১৩ জুলাই) তিনি মারা যান। ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় গোরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। মৃত সাইদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় পারিবারিকভাবে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিন প্রতি বছর সাইদুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভার আয়োজন করেন ঈশ্বরদী সাহিত্য কোলাহল ও বিশ্ববাংলা সাহিত্য পরিষদ। এতে অংশ গ্রহণ করেন ঈশ্বদীর বিশিষ্ট ব্যাক্তিবর্গ। আজ সন্ধ্যায় ঈশ্বরদী সাহিত্য -সাংস্কৃতি পরিষদ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সাইদুল ইসলাম ঈশ্বরদী সাহিত্য-সাংস্কৃতি পরিষদের নির্বাহী সদস্য ও ঈশ্বরদী সাহিত্য কোলাহলের উপদেষ্টা এং বিশ্ববাংলা সাহিত্য পরিষদ, ঈশ্বরদী শাখার যুগ্ন সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন।
বুধবার , ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আজ সাংবাদিক সাইদুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুলাই, ২০২৪