বুধবার , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চাঁদভা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
আসন্ন ২৭ জুলাই পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ১১ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এই প্রতীক বরাদ্দ দেন। এরা হলেন- শাজাহান আলী (অটোরিকশা), হাসিনুর রহমান (ঘোড়া), আক্কাস আলী ( আনারস), হান্নান আলী (ঢোল), এএনএম মনিরুল ইসলাম (টেবিল ফ্যান), বকুল বিশ্বাস( কাপপিরিচ), আব্দুল্লাহ আল কাফি (মোটরসাইকেল),নাজিম উদ্দীন (দুটি পাতা), এমএ মান্নান(টেবিলফ্যান), ওলিউল্লাহ(চশমা),  মাহমুদুল আলম( রজনীগন্ধা) প্রতীক দেওয়া হয়।
উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা রোকসানা নাসরিন জানান, চাঁদভা ইউনিয়ন শূন্য পদে উপ-নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।
এর সুবাদে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। ১৫ জন পদপ্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৪ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আচরণবিধি হিসেবে ধরনের মিছিল সমাবেশ করা যাবে না। আগামী ২৭ জুলাই সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হাট-বাজার, অলি-গলি, পাড়ার প্রতিটি মোড়, চায়ের দোকানে সয়লাব উপ-নির্বাচন নিয়ে। নেতাকর্মী ও তাদের সমর্থকদের মাঝে চলছে পক্ষে বিপক্ষে নানা প্রচারণা।
সাইফুল ইসলাম কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার কারনে পদটি শূন্য হয়ে যায়।
তবে কে হবেন আগামীর চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে হিসাবে মেলাতে অপেক্ষা করতে হবে ২৭ জুলাই পর্যন্ত। চাঁদভা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৬২৬ টি। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১ হাজার ২৫২ জন, মহিলা ভোটার সংখ্যা ১১ হাজার ৩৭৪ জন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।