রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির ষাইটপাকিয়া টু চাকলার বাজার সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:
ঝালকাঠির ষাইটপাকিয়া টু চাকলার বাজার সড়কের বেহাল দশার কারণে চরম  জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঝালকাঠির ষাইটপাকিয়া বাসস্টপেজ থেকে চাকলার বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। ঝালকাঠি জেলার ভৈরবপাশা ইউনিয়ন ও নথুল্লাবাদ ইউনিয়নের এবং বিনয়কাঠি ইউনিয়নের প্রায় ১৫/১৬ টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন ঝালকাঠি ও বরিশাল যেতে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে চলাচল করে। গুরুত্বপূর্ণ চাকলার বাজারের ব্যবসায়ীদের মালপত্র বহনের ক্ষেত্রেও অত্যন্ত  ব্যস্ত থাকে সড়কটি। তাছাড়া এ অঞ্চলের রোগাক্রান্ত মানুষ কিংবা মুমূর্ষু রোগীরও যাতায়াতের একমাত্র পথ এই সড়ক। সৈয়দা জামিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, প্রেমহার মাধ্যমিক বিদ্যালয়, চাচৈর মাদ্রাসাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ এই সড়কদিয়ে প্রতিদিন যাতায়াত করে এবং প্রায়শই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হয়। এছাড়া নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা ও জনসাধারণ কর্মস্থলে যেতে চরম ভোগান্তির শিকার হতে হয়।
  সড়কের বিভিন্ন স্থানে  খানাখন্দ আর গর্ত হয়ে গেছে, কোন কোন স্থানে আবার পুরোপুরি দেবে গেছে যা বর্তমান বর্ষার মৌসুমে পানিতে তলিয়ে যায়। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত অটোরিকশা, টেম্পো, মোটরসাইকেল, রিক্সা, ভ্যান দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাতায়াত করে। এই জনগুরত্বপূর্ণ সড়কটি আরও প্রশস্ত করে সংস্কার করার কাজ শুরু করলেও অদৃশ্য কারণে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে, তাতে জনগণের  ভোগান্তির শেষ নেই। প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয় স্থানীয় মানুষদের, কিছুদিন পূর্বে একটি অটোরিকশা উল্টে গিয়ে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে।  রাস্তার পাসে প্রশস্থ করার জন্য গর্ত খুঁড়ে ভোগান্তি আরও বেশি কারণ রাস্তার কিছু অংশ গর্তের মধ্যে নেমে যাওয়ার কারণে রাস্তা আরও সরু হয়েছে তাতে দুটি গাড়ি মুখোমুখি হলে সংঘর্ষ অথবা গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন ভোগান্তি থেকে দ্রুত পরিত্রাণের দাবী এ অঞ্চলের সকল জনসাধারণের। জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করা জরুরি হয়ে পড়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।