পাবনা ফরিদপুর উপজেলার সাবেক আওয়ামী লীগের সভাপতি, সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সরকারি ইয়াছিন আলী ডিগ্রি অর্নাস কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেন গোলাপ (২ জুলাই) মজ্ঞলবার রাত ৮.০০ টায় বাংলাদেশ মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
অধ্যাপক গোলাম হোসেন গোলাপ তিন পুত্র, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭১ সালে সর্বদলীয় ভাবে মুক্তি যুদ্ধে অংশ গ্রহণ করেন এবং দেশকে একটি স্বাধীন দেশে রুপান্তরিত করে বীর বেশে ফিরে আসেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
মরহুমের জানাজা নামাজ (৩ জুলাই) বুধবার বাদ জোহর বনওয়ারীনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এবং উপজেলা প্রশাসন কৃর্তক গার্ড অব অনার প্রদান ও রাষ্টীয় ভাবে সম্মান জানানোর পরে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পুর্ন করা হয়।
সংশপ্তক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, পাবনা-৩ মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন এমপি, উপজেলা নির্বাহি অফিসার মোছা :শিরিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা : মুর্শিদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: খলিলুর রহমান সরকার , ভাজ্ঞুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: গোলাম হোসাইন রাসেল, পৌর মেয়র খ, ম,কামরুজ্জামান মাজেদ, ফরিদপুর থানার অফিসার ইনর্চাজ মো: হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুল গফুর,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নাছরিন আলম লিপি, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার সহ এলাকার বিভিন্ন স্তরের সর্বসাধারণ ও পাবনা জেলা আওয়ামী লীগ, চাটমোহর, ভাজ্ঞুড়া, ফরিদপুর দলীয় অংগসংগঠন।