নাটোরের গুরুদাসপুরে দি হাঙ্গার প্রজেক্টের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে ওই সভা হয়।
এতে সভাপতিত্ব করেন পিএফজি গুরুদাসপুর শাখার জেষ্ঠ্য অ্যাম্বাসেডর আনোয়ারা বেগম। সম্মিলিত প্রচেষ্টায় শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার লক্ষ্যে সভায় বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্ট নওগা জেলার কো-অর্ডিনেটর এনায়েতুল্লাহ তালুকদার ও সুইমং চিং মারমা। এছাড়া সহকারী অধ্যাপক একরামুল হক, সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন ও অ্যাম্বাসেডর রোকসানা আক্তার লিপি বক্তব্য রাখেন।
বুধবার , ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই রজব, ১৪৪৭ হিজরি
গুরুদাসপুরে হাঙ্গার প্রজেক্টের পরিকল্পনা প্রণয়ন সভা
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪