রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাগুরায় অপহরণকৃত ভরত বিশ্বাসকে যশোরে উদ্ধার

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ আগস্ট, ২০২০

 মোঃ কামাল হোসেন যশোর থেকে:

মাগুরায় মুখোশধারীদের কর্তৃক অপহরণের তিনদিন পর যশোরের চৌগাছা সলুয়া বাজারের অদুরে হাত-পা বাধা অবস্থায় ভরত বিশ্বাস (৪০) কে উদ্ধার করেছে র‌্যাব-৬। গত ২ আগস্ট সন্ধ্যায় স্বামী অপহৃত হয়েছে অভিযোগে মাগুরা সদর থানায় অপহরন মামলা করেন তার স্ত্রী মুক্তা বিশ্বাস। অপহরণের তিনদিন পর বুধবার (০৫ আগস্ট) তাকে উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব সূত্র জানিয়েছেন, হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তার হাত পায়ের বাঁধন খুলে নাম-ঠিকানা জিজ্ঞাস করলে তার নাম ভরত বিশ্বাস (৪০) বলে জানায়।

 

মাগুরার লক্ষ্মীকান্দর গ্রামের রতন বিশ্বাসের পুত্র। গত ২ আগস্ট সন্ধ্যায় কয়েকজন মুখোশধারী ব্যক্তি তার বাড়ীর সামনে থেকে তুলে নিয়ে যায়। পরদিন তার স্ত্রী মুক্তা বিশ্বাস থানায় অপহরণ মামলা (যার নং-০৫, ৩-৮-২০২০ইং) করেন। সূত্রটি আরও জানান, উদ্ধারকৃত অপহৃত ভরত বিশ্বাসকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়। অপহরনকারীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।