শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বন্যায় খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়াল ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ আগস্ট, ২০২০

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে ৮০টি বানভাসী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করলো স্থানীয় সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপ।

০৫ আগস্ট (বুধবার) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের বানভাসী মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে স্থানীয় সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলে আমাদের দেশেও দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুরো দেশ স্থবির হয়ে যায়। কর্মহীন হয়ে পড়েছে কয়েক লক্ষ মানুষ। এদিকে করোনার ভয়াবহতা না কমতেই দেশব্যাপী শুরু হয়েছে ভয়াবহ বন্যা। যেটিকে আন্তর্জাতিক গণমাধ্যম এই শতকের সবচেয়ে বড় বন্যা হিসেবে আখ্যায়িত করেছে।সরকারি তথ্যমতে বিগত সময়ের  ১৯৮৮, ১৯৯৮ সালের সকল বন্যাকে অতিক্রম করে সবচেয়ে দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে এবারে বন্যা। যার ফলে পুরো দেশ বন্যার জলে ভাসছে। সারাদেশের ন্যায় এবারের বন্যায় উপজেলার প্রায় ৭ লক্ষ মানুষ পানিবন্দি। এতে ঘরবাড়ি তলিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে মহাসড়কগুলোতে। কেউবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

করোনা ভাইরাস ও ভয়াবহ তৃতীয় দফার দীর্ঘস্থায়ী বন্যায় খেটে খাওয়া দিনমজুর সহ অনেকে কর্মহীন হয়ে পড়ে। আর এতে এইসব পরিবারের মাঝে দেখা দেয় তীব্র খাদ্য সংকট। এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বানভাসী পরিবারগুলো।

দেশের এমন ক্রান্তিকালে সরকারের সহায়তার পাশাপাশি স্থানীয় সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গোবিন্দাসীর ১০গ্রামের ৮০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে। এই খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে একাত্মতা পোষণ করে সাহায্যের হাত বাড়িয়ে দেন সূর্যতরুন ফাউন্ডেশন এবং ইবরাহীম খাঁ ফাউন্ডেশনের পক্ষে প্রিন্সিপাল ইবরাহীম খাঁর দৌহিত্র মো: আতিকুল হাবিব, থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম ও কয়েকজন তরুণ প্রকৌশলী। তারা সংগঠনটির সবাইকে ধন্যবাদ জানিয়ে যেকোন সামাজিক কাজে পাশে থাকার কথা জানিয়েছেন। এই কার্যক্রমে প্রভাষক সাধন চন্দ্র দাস, সংগঠনের উপদেষ্টা আব্দুল লতিফ তালুকদার, সাংবাদিক খাইরুল খন্দকার ও সংগঠনের সকল কর্মী উপস্থিত ছিলেন।

থানা অফিসার ইনচার্জ মো রাশিদুল ইসলাম বলেন, সরকারের সহায়তার কিছুটা সীমাবদ্ধতা থাকার পাশাপাশি তোমাদের ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের এমন মহতী উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে। এভাবেই দেশের ক্রান্তিকালে তোমাদের তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা এরকমভাবে সামাজিক কাজে যুক্ত থাকলে একদিন এই সমাজ মাদকমুক্ত হবে বলে আশা করছি।

সংগঘনটির সভাপতি কামরান পারভেজ ইভান বলেন, আমরা দেশের ক্রান্তিকালে যে কোন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াই। শুরু থেকেই আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় এবারও আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। এই সংকটময় পরিস্থিতি যতদিন দীর্ঘই হোক, আমরা পাশে আছি ইনশাআল্লাহ।

এই বিতরণ নিয়ে গ্রুপের প্রধান উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত বলেন, সকল মানবিক কাজে আমি এই সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি তারা এরকম মানবিক কাজের ধারা অব্যাহত রাখবে।

খানুর বাড়ির ৭০ বছরের বৃদ্ধা হাজেরা বেগম এই খাদ্য সহায়তা পেয়ে অনেক আনন্দিত হয়ে গ্রুপের গ্রুপের সকলের মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য সংগঠনটি ২০১৬ সাল থেকে দেশের ক্রান্তিকালে ত্রান সাহায্য, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও বৃত্তি প্রদান, মানবতার দেয়াল প্রতিষ্ঠা করে তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। তাদের কার্যক্রমে এলাকাবাসীসহ স্থানীয় প্রশাসন ধন্যবাদ প্রকাশ করেছেন।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ