রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে করোনা উপসর্গ নিয়ে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ আগস্ট, ২০২০

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা উপসর্গ নিয়ে এক কৃষকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, উপজেলার তোড়িয়া ইউনিয়নের উত্তর সাহাপাড়া গ্রামের মৃত: দিবর আলীর পুত্র মো: তরিকুল ইসলাম (৬২) বৃধবার (৫আগষ্ট) ভোরে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন ( ইন্না ———–রাজিউন)। তিনি বেশ কিছুদিন থেকে জর, শ্বাসকষ্ট ও মূখে ঘাঁ নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর জানান, অসুস্থতার খবর পেয়ে গত ৩ আগষ্ট ওই কৃষকের নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নমূনা পরীক্ষার ফলাফল এসে পৌছায়নি। এদিকে তরিকুলের লাশ দাফনে প্রতিবেশীরা এগিয়ে না আসলেও আটোয়ারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দল মৃত: কৃষকের বাড়িতে হাজির হয়ে বারঘাটি গোরস্থানে লাশ দাফনের ব্যবস্থা করেন। উল্লেখ্য, অদ্যাাবধি উপজেলায় করোনা পজিটিভ কারো নাম মৃত্যু তালিকায় লিপিবদ্ধ হয়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।