রুপালী ব্যাংক পিএলসি দেবোত্তর শাখা পাবনার নতুন ভবনের ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২ জুন) সকালে দেবোত্তর বাজারে এসবি টাওয়ারে অনুষ্ঠিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রুপালী ব্যাংক পিএলসি পাবনার উৎপল কবিরাজি। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রুপালী ব্যাংক পিএলসি রাজশাহীর আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া সোনালী ব্যাংকের ম্যানেজার সাইফুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অফিসার আকলিমা খাতুন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবির কুমার দত্ত, রুপালী ব্যাংক দেবোত্তর শাখার ম্যনজার বাবুল আক্তার, সাবেক ব্যাংক কর্মকর্তা মাসুদ পারভেজ, সাবেক ব্যাংক কর্মকর্তা ফরিদ আহমেদ, সিরাজগঞ্জ কর্পোরেট শাখার এজিএম এসএকেএম জাকির হোসেন, জোনাল অফিস পাবনার এজিএম ইমদাদুল হক, ডিজিএম খুলনা জোন জাহিদুর রহমান, ঋ্ণ কর্মকর্তা হাবিবুর রহমান, সিনিয়র অফিসার জাহাঙ্গীর আলম, সিনিয়র হামিদা পারভীন হাসি,অফিসার প্রিয়া, রাজিয়া সুলতানা প্রমুখ। গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন মরিয়ম বেনারসি, সাইফুল ইসলাম, রাফিয়া আক্তার মিলি, মেসকাতুন নাহার, ফারহানা জেরীন।
বুধবার , ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রুপালী ব্যাংক পিএলসি দেবোত্তর শাখার নতুন ভবন শুভ উদ্বোধন
প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জুন, ২০২৪