মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হলেন দুয়াজানী কলেজ পাড়ার মো. ফারুক হোসেন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
নাগরপুর উপজেল পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হলেন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও দুয়াজানী কলেজ পাড়ার সন্তান  মো.ফারুক হোসেন।
২৯ মে বুধবার সকাল ৮.০০ হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফারুক হোসেন তালা মার্কায় ১০ হাজার ৮৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শ্রমিক নেতা মোঃ ঠান্ডু মিয়া টিউবওয়েল প্রতীকে ১০ হাজার ৩৯৯ ভোট পেয়ে পরাজিত হন।এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নয়জন  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তালা মার্কা প্রার্থী মো.ফারুক হোসেন এ-র বিজয়ের সংবাদ শুনে দুয়াজানী কলেজ পাড়ার নিজ বাসভবনে দলে দলে উৎসুক জনতা ভীড় জমিয়েছে। আবেগপ্লুবন হয়ে অনেকেই কান্না করতে দেখা গেছে। বেশী ভাগ মানুষের মুখে আনন্দের ছাপ লক্ষ্যে করা গেছে। অনেক ভক্তগণ ফুলে মালা নব ভাইস চেয়ারম্যানের গলায় পড়িয়ে ফটোশেসন করছে। তার নিজ এলাকায় প্রত্যে ঘরে ঘরে উৎসাহ,হাসি, আনন্দে ভরপুর ছিল।
দুয়াজানী কলেজ পড়ার ৭০ বছরে এক বৃদ্ধ মহিলা জানান ফারুক আমার নাতি। তার জয়ে আমি আনন্দিত।নাতির জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
প্কুটিয়া থেকে কয়েকজন যুবক নব ভাইস চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে এসে বলেন আমাদের মনে আশা আল্লাহ পূরণ করেছেন। তালা মার্কা বিজয় হওয়া আমরা খুবই খুশী কারন নেতা ফারুক আমাদের সকল বিপদ আপদে পাশে দাড়ান।
বিজয়ী প্রসঙ্গে নব ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন বলেন- হাজারো প্রতিকূলের মাঝে মহান আল্লাহ আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।তিনি আরও বলেন আমাকে নির্বাচিত করায় আমি নাগরপুর বাসীর প্রতি চির কৃতজ্ঞ। সকলের নিকট দোয়া চেয়ে তিনি আরও বলেন আমি নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি,আলহামদুলিল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে নাগরপুরে কাজ করে যাব ইনশাআল্লাহ।তিনি আরও বলেন-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে মাদক, দূর্ণীতি, জুয়া ও  দারিদ্র্য মুক্ত উপজেলা উপহার দেওয়ার প্রত্যয়ে যা যা করার দরকার তাই করবো।
উল্লেখ্য-নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন এ-র বাড়ি নাগরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়া গ্রামে। তার বাবার নাম মো.শাহজাহান মিয়া তিনি সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি হিসাবে দীর্ঘদিন যাবত অনেক সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।ছোট ভাই মো.সজিব উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্বরত আছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।