শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ মে, ২০২৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার দূর্গানগর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরে ৪ কোটি ৫০ লক্ষ ৮৭ হাজার ৫২৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । বাজেটের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১৩ লক্ষ ৬৭ হাজার ৫২৮ টাকা । উদ্ধৃত্ত ধরা হয়েছে ৩১ লক্ষ ০৩ হাজার ৩৯২ টাকা ।
মঙ্গলবার সকালে দূর্গানগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ওই ইউনিয়ন পরিষদের সচিব মোঃ অাব্দুল হালিম  । এতে  সভাপতিত্ব করেন দূর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী ।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ আফছার আলী বলেন মাদকবিরোধী, ক্রীড়া ও সাংস্কৃতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপণ ও রক্ষণাবেক্ষণ, রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে ।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যানোর মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ রেজাউল করিম চাতক, ইউপি সদস্য হাফিজুর রহমান,  ইউপি সদস্য এবাদ আলী প্রমুখ ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।