শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বান্দরবানে ১টিতে আ.লীগ অন্যটিতে স্বতন্ত্র  প্রার্থী বিজয়ী  

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ মে, ২০২৪
৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে স্বতন্ত্র প্রার্থী ও লামা উপজেলায় আ”লীগ সমর্থীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার( ২১ মে) নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন  । অন্যদিকে লামা উপজেলাতে আ লীগ সমর্থিত প্রার্থী মোঃ মোস্তফা জামাল ২য় বারের মত বেসরকারি ফলাফলে নির্বাচিত হন।
স্থানীয়ভাবে সংগৃহিত ফলাফলে লামা উপজেলায় আওয়ামীলীগ সমর্থীত বর্তমান চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল আনারস প্রতীকে ২০হাজার ৫শত ৬৯ভোট পেয়ে,  ভাইস চেয়ারম্যান পদে প্রদীপ কান্তি দাশ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোলতানা নাজমা বিজয়ী হয়েছেন। কিন্তু বেসরকারিভাবে ফলাফল রাত সাড়ে ৯টা পর্যন্ত ঘোষণা করা হচ্ছিল।
বেসরকারী ফলাফলে নাইক্ষ্যংছড়িতে ১৫হাজার ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক তোফাইল আহমদ, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ কামাল উদ্দিন এবং  মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাংবাদিক সানজিদা আক্তার রুনা।
লামা উপজেলায় ৪১টি ভোট কেন্দ্রে ২২৩টি ভোটকক্ষের বিপরীতে ৮২ হাজার ৩ জন ভোটারের মধ্যে স্থানীয়ভাবে ফলাফল বিশ্লেষনে জানা যায়  ৪৫শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন
বেসরকারি ফলাফলে মোঃ মোস্তফা জামাল আনারস প্রতীক নিয়ে ২০,৫৬৯ ভোট পেয়ে ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের হোসেন মজুমদার পেয়েছে মোটর সাইকেল প্রতীক নিয়ে ১৬,৬৯১ ভোট। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে নতুন সোলতানা নাজমা ২৬,৯৫৭ ভোট এবং  ভাইস চেয়ারম্যান পদে নতুন প্রদীপ কান্তি দাশ টিবওয়েল প্রতীক নিয়ে ১৬,৭৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৬টি ভোট কেন্দ্রে ১৩০টি ভোটকক্ষের বিপরীতে ৪৫ হাজার ২৭৯ জন ভোটারের মধ্যে ৫৮.৭৯  শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন।
এদিকে দুই উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার লক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বিপুল সংখ্যক ৱ্যাব,বিজিবি,পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল । ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ।
উল্লেখ, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানে রুমা ও থানচি ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর  ঐসব এলাকায় যৌথবাহিনীর অভিযান চলমান থাকায় রুমা, থানচি ও রোয়াংছড়ি তিন উপজেলায় ‘উপজেলা নির্বাচন’ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি ঘোষিত তফশিল অনুযায়ী গত ৮মে প্রথম ধাপের ১৩৯ উপজেলার ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় ধাপের ১৫৭টি উপজেলার মঙ্গলবার ভোট গ্রহণ করা হয়েছে । তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় আগামী ৫জুন ভোট গ্রহণের কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।