শুক্রবার , ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আবু হুসাইন বিপু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ মে, ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু হুসাইন বিপু আনারস প্রতিক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত। তিনি পেয়েছেন ৪৪৩৩৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী একই দলের বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম পেয়েছেন ৩২৪১৮টি ভোট।

 

২১ মে (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা প্রর্যন্ত ১০৪ টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোটারা ভোট দেন। তবে ভোট চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সকালে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্র গুলিতে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

এবারে বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছে।

 

চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে আবু হুসাইন বিপু ৪৪৩৩৬টি ভোট  পেয়ে বেসরকারিভাবে নিবার্চিত তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে  পেয়েছেন ৩২৪১৮টি ভোট। মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু) কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৯৯০টি ভোট। কে এম কুতুব উদ্দিন দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৩২৪১টি ভোট। ওয়াহেদুজ্জামান টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৯২টি ভোট ।

ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় চশমা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে ৪৯৪৫৩টি ভোট পেয়ে  নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মোনায়েম মিঞা বই প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৬১২টি ভোট। মোঃ মামুনুর রহমান মামুন উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১১৩৮৪টি ভোট। মোঃ রশিদুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১০৬৭২টি ভোট।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি কলস প্রতীক নিয়ে ৬৪৩৫৬টি ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  অনিতা রানী রায় হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৮৩৩টি ভোট।  মোছাঃ শাহনাজ পারভিন ফুটবল প্রতীকে পেয়েছেন ৮৪৪২টি ভোট।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।