জামালপুরের বকশিগঞ্জ উপজেলার পুকুরে গোসল করতে চার বন্ধু নামে একজন পুকুরে ঢুবে যায় নিখোঁজের দুই ঘন্টা পর উদ্ধার,১৫-মে দুপুর ১২-৪০মিনিটে পুকুরে নামে,জামালপুর ডুবুরী লাশ উদ্ধা করে বিকেল ২-৪০ মিনিটে। জামালপুর জেলা ফায়ার সার্ভিসের ডুবরী দল এসে আ:হালিম সরকারের ছোট ছেলে রিফাত(১৭) গত ১৩-মে শেরপুর থেকে বড় ভাই বকশিগঞ্জ থানার (এস আই)লাভলুর বাসায় মা বাবা সহ বেড়াতে এস বকশিগঞ্জ উপজেলার পুকুরে তিন বন্ধু সহ গোসল করতে নামে রিফাত (১৭) পানিতে ডুবে যায় অপর বন্ধুরা ফিরে আসলে রিফাত পুকুরে ডুবে যায়, অপর তিন জন বন্ধু পাড়ে উঠে আসে। রিফাত (১৭)র বাড়ি শেরপুর জেলার দিঘারহ পাড়, শেরপুর সদরে। সে এস এস সি জিপিএ -৫ প্রাপ্ত। এলাকায় এক নজর দেখার জন্য হাজারো নারী পুরুষের ঢল ও শোকের ছায়া নেমে আসে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্হিতি ছিলেন। আরও উপস্থিত ছিলেন বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ।
বৃহস্পতিবার , ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বকশিগঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪