শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে খাস খতিয়ান ভুক্ত জমি দখল মুক্ত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

পাবনার ফরিদপুর উপজেলা খাস খতিয়ান ভুক্ত সরকারি সম্পত্তি দখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন। সোমবার ( ৬মে) বেলা ১১.০০ ঘটিকার সময় ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: মুর্শিদা খাতুনের নির্দেশনায় হাদল ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: সিরাজুল ইসলাম কুচলিয়া মৌজার ২.৩৯ একর ধানি,ও মাঠিয়ালি জমি দখল মুক্ত করেন।

জানা যায়, সৈয়দা নুরুন্নাহার অফিসকে ভুল তথ্য প্রদান করে,কেস নং ৮০/১৪-১৫ এর মাধ্যমে ভিপি (খ) হতে অবমুক্ত করেন এবং ৭৩০/১৭-১৮ নং নামজারি করে ১২৯৭ নং হোল্ডিং খুলেন এবং তা বাতিল বলে প্রতিয়মান হয়।কেস ভুক্ত সম্পত্তি মূল খতিয়ানে ফেরত প্রদানসহ রাষ্টীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ৯২ (ক) ধারা মোতাবেক সরকারি খাস খতিয়ান ভুক্ত করা হয় এবং উক্ত সম্পত্তি দখল মুক্ত করে লাল পতাকা টানিয়ে দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: মুর্শিদা খাতুন বলেন,জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, ফরিদপুর উপজেলা সরকারি সম্পত্তি ও জমি উদ্ধারের জন্য এমন অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।