ময়মনসিংহের নান্দাইল উপজেলার অসহায় শীতার্ত ছিন্নমুল মানুষের মাঝে শনিবার (২২শে জানুয়ারি) সন্ধ্যায় নান্দাইল প্রেসকাব মিলনায়তনে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান কবির সুমনের নেতৃত্বে অসহায় মানুষের মাঝে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়। আওয়ামীলীগ নেতা শাহজাহান কবির সুমনের পক্ষে কম্বল বিতরণ করেন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগের নেতৃবৃন্দ। কম্বল বিতরণপূর্ব বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল, নান্দাইল প্রেসকাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ সাংবাদিক, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগের নেতৃবৃন্দ। এ বিষয়ে সাবেক ছাত্রনেতা শাহজাহান কবির সুমন জানান, মানুষ মানুষের জন্য। তাই আমাদের প্রত্যেকে যার যার সামর্থ্য মতে অসহায় গরীব-দুঃখী শীতার্ত মানুষের পাশে দাড়ানো প্রয়োজন। আমার পক্ষ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশ গড়তে এ ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।
চলনবিলের আলো/আপন