বরিশালের আগৈলঝাড়ায় মায়ের উপর অভিমান করে বিষপান করে এক কলেজ ছাত্রর আতœহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে নেয়া হয়েছে।
স্থানীয় ও একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের হাচেন মোল্লার ঘর থেকে বৃহস্পতিবার কিছু টাকা হারানো যায়। পরিবার থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠে তার ছেলে সরকারী গৌরনদী কলেজের দি¦তীয় বর্ষের ছাত্র অলিউরে (১৭) বিরুদ্ধে। এনিয়ে শুক্রবার দুপুরে মায়ের সাথে অলিউরের ঝগড়া হয়।
পিতা হাচেন মোল্লা জানান, ঝগড়ার জেরে পরিবারের উপর অভিমান করে শুক্রবার রাতে তার ছেলে অলিউর রহমান বিষপান করলে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অলিউরের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসাইন তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।
শুক্রবার রাতেই বরিশাল নেওয়ার পথে অলিউর মারা যায়। অলিউল ইসলামের লাশ শেবাচিম হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
চলনবিলের আলো/আপন